পৌষের লগ্নে ধানের শীষে,
শিশির বিন্দু জমে।
হিমেল হওয়া হালকা ঠাণ্ডা,
শীত এসেছে ঘরে।
প্রকৃতি যে শান্ত রুপে,
নুতুনের গান ধরে।
নবান্ন উৎসব ঘরে ঘরে,
নুতুন ধানের ঘ্রাণে।
বাসমতি যে চালের ঘ্রাণ,
প্রাণ জুড়িয়ে আসে।
পিঠে পুলি ঘরে ঘরে,
নানান স্বাদে ভরে।
খেজুর গুড়ে পিঠা পায়েশ,
ভারী মজা লাগে।
নবান্ন তে কুটুম আসে,
নানা রঙ্গে পিঠা।
গ্রাম বাংলা মানুষ গুলো,
আত্নীয় তে বাঁধা।
১১ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
২৪ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
২৫ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৬ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে