কবিতা: চোখ
লেখা: জাকারিয়া আহমেদ
মেয়ে,
তুমি কি জানো!
তোমার চোখ জোড়া_
কোনো মহাসাগরের মত।
যেই সাগরে প্রতিনিয়ত আমি ডুবে যাই
প্রতি পলকে।
মেয়ে,
তুমি কি জানো!
তোমার চোখ জোড়া
খরস্রোতা এক নদী।
যেই নদীর স্রোতে আমি ভেসে বেড়াই
পথ-পথান্তর।
মেয়ে,
তুমি কি জানো!
তোমার চোখ জোড়া
ডিসেম্বের শেষ সপ্তাহে ভোরের একমুঠো রোদ।
তোমার এক চাহনি_
শীতের জীর্ণতা কাটিয়ে
উষ্ণ-মায়া ছুঁয়ে দেয় আমায়।
মেয়ে,
তুমি কি জানো!
তোমার প্রতি পলকে
আমি প্রতিবার প্রেমে পড়ি
আমি প্রেমে পড়ি
তোমার কাজল চোখের মায়ায়।
২৬ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
৪০ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪১ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৩ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৫২ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৫ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫৮ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৫ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে