বরিশালের বানারীপাড়ায় ভিক্ষাবৃত্তি বন্ধ করে স্বাবলম্বী করতে সমাজসেবা দপ্তর কতৃক বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে।
১৪ আগষ্ট সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গনে বানারীপাড়ায় সমাজসেবা কার্যালয়ে কতৃক ভিক্ষবৃত্তি নিরুৎসাহিত করার লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরন বিতরন করা হয়। এ সময় ২৫ জন উপকারভোগীর মাঝে এ উপকরন বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি নিজ হাতে ১৩ টি ভ্যান গাড়ি, ৭ জনকে ঘরসহ ২ টি করে ছাগল, ১ সেলাই মেশিন ও নগদ টাকা ও ৪ জনেকে চায়ের দোকানের সারঞ্জাম বিতরন করেন। এ সময় এক বৃদ্ধার পাওয়া ছাগল ও ঘর পেলেও বাড়ি নিয়ে যাওয়ার টাকা ছিল না কিন্তু এতকিছু পাওয়ার পর ভাড়ার টাকা কারো কাছে চাইতে পারছিল না। তার মনের অবস্থা বুঝতে পেরে ভাড়া হিসেবে নিজ পকেট থেকে নগদ টাকাও প্রদান করেন এমপি শাহে আলম। এ ধরেনের মনের কথা বুঝতে পেরে ভাড়ার টাকা দেয়ায় কাজটি ছোট হলেও মহৎ ব্যাক্তিত্ব প্রকাশ পেয়েছে বলে জানান উপস্থিত অনেকেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উক্ত উপকরন বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী, মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন ( সদ্য ৪১ তম বিসিএস সুপারিশকৃত সহকারী পুলিশ সুপার), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন উল আলম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীসহ উপকারভোগীগন। এ সময় উপকারভোগীগন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে তার দীর্ঘ হায়াত দান ও আবারো প্রধানমন্ত্রী হওয়ার দোয়া করেন।