শেরপুর জেলার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
২৩ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক ও ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, দশম শ্রেণীর শিক্ষার্থী সায়মা ইসলাম ও রাইসুল।
আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে কলমসহ ফাইল পত্র বিতরণ করা হয়। এছাড়াও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে