‘কাবিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে চার দিনব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উপলক্ষে মহাতাবু জলসা সমাপ্ত হয়েছে। ১১ মার্চ রবিবার রাতে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। বাংলাদেশ স্কাউটস’র ঝিনাইগাতী উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুন্নবী। এতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক পরেশ চন্দ্র বর্মণ, শেরপুর জেলা স্কাউটস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা স্কাউটস সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের শিশুদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা করা হচ্ছে কাব স্কাউটিং কার্যক্রম।
১৫ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে