ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রকে আরো আকর্ষণীয় করতে ৪টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার আনুষ্ঠিকভাবে ৪টি নতুন স্থাপনার উদ্বোধন করেন। স্থাপনাগুলো হলো ভাসমান সেতু, প্যারাট্রবা, জেলা ব্র্যান্ডিং কর্নার ও ওয়াটার কিংডম। উদ্বোধন শেষে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ এর উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভুইয়াসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ। উদ্বোধন শেষে জেলা প্রশাসক গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। উল্লেখ্য, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার যোগদানের পর থেকেই ভ্রমণ পিপাসুদের বিনোদনের জন্য গজনী পর্যটন কেন্দ্রকে আকর্ষণীয় করতে বিভিন্ন স্থাপনার পাশাপাশি আরো নতুন ৪টি স্থাপনার উদ্বোধন করলেন। এতে পর্যটকদের বিনোদনের আরো নতুন মাত্রা যোগ হল।
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে