শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজার ও পাইকুড়া বাজারের বিভিন্ন ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ৬ মে মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ফরমালিনযুক্ত আম ধ্বংস করা হয়েছে। এছাড়াও অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর আওতায় ২টি দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যগণ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে