‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১ মে বৃহস্পতিবার সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও ওসি মো. আল-আমীনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ট্রাক শ্রমিক ফেডারেশনের সভাপতি সেরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
২ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে