পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ৫০টি গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে খাদ্য সংকট। এ অবস্থায় ৫ অক্টোবর শনিবার ঝিনাইগাতী উপজেলার সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৩০০ জনের মাঝে নগদ ১ লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্না প্রমুখ। শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ইতিপূর্বেও প্রাকৃতিক দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।’
১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে