শেরপুরে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের একটি আবাসিক হোটেলের সভাকক্ষে স্বাবলম্বী উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের আওতায় গঠিত যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম যৌথ আয়োজনে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। নাগরিক প্ল্যাটফর্ম সদস্য এসএম আবু হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম। আস্থা প্রকল্পের সমন্বয়কারী ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক বিপ্লব দে কেটু, দেবাশীষ সাহা রায়, জনউদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুল, প্রকৌশলী শুভজিত নিয়োগী, ইমাম মাওলানা সাইদুর রহমান ছাড়াও যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম সদস্য ও সুধীবৃন্দ আলোচনায় অংশ নেন। সংলাপে অংশগ্রহণকারীরা বৈষম্যহীন পরিবার, সমাজ ও দেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। পরিবার ও সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ ও আলোচনা করা হয়। সংলাপে গত ৫ আগস্টের পর একশ্রেণীর দুর্বৃত্তরা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত অতিথিগণ। সামনে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজায় সকলকেই নিজ নিজ অবস্থান থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহল্লায় মহল্লায় সচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়।
১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে