শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী গ্রামের গজারমারী বিলে নৌকা ডুবে মেডিকেল কলেজের এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। ২১ জুন শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– কান্দুলী গ্রামের সোরহাব মিয়ার ছেলে ও রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন মিল্টন (২১) এবং একই গ্রামের সাদা মিয়ার ছেলে ও ঝিনাইগাতী সরকারি আদর্শ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমানউল্লাহ (২০)। তারা একে অপরের বন্ধু। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল ও ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অপর পাঁচজনকে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে কান্দুলী গ্রামের ৮ বন্ধু মিলে ঈদের আনন্দ করতে নৌকা ভাড়া করে গজারমারী বিলের নলাডুবা এলাকায় ঘুরতে যায়। নলাডুবায় গিয়ে আনন্দরত অবস্থায় নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে