দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গে ডাকাতের গুলিতে এক বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. সোহাগ (৩৫)।
শনিবার (০১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় জোহানেসবার্গের ব্রি স্ট্রিটের ‘নোয়াখালী সুপার মার্কেটে’ এ ঘটনা ঘটে।
জানা গেছে, অজ্ঞাত বন্দুকধারীরা দোকানে ডাকাতি শেষে যাওয়ার পথে সোহাগকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত সোহাগের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে।
ঘটনার বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আলতাফ হোসেন বলেন, রাত ৮টার দিকে নোয়াখালী সুপার মার্কেটে ৬ জন ডাকাত হানা দেয়। এসময় দোকানে থাকা সকল প্রবাসীকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় দোকানে কর্মরত সিকিউরিটি এক ডাকাতকে আটকের চেষ্টা করে। সে সময় অপর ৫ ডাকাত এলোপাতাড়ি গুলি করলে সোহাগের মাথায় গুলিবিদ্ধ হন। এতে সোহাগ ঘটনাস্থলে প্রাণ হারায়। তার মরদেহ হিলব্রু ক্লিনিকে রাখা হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে সোহাগ আজ কফিনে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।
৬ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৩৫ দিন ২১ মিনিট আগে
৩৫ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৬ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৬ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে