মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি যোগদান করেন। এর আগে সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশ সাতক্ষীরার একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ। সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনরিুল ইসলাম এর আগে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা সহ দেশের আরও ২৬ জেলায় পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ জন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে