ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা শতাধিক নারী সহকর্মীদের যৌন নিপীড়নকারী ডাঃ আশরাফ এখন সাতক্ষীরায়! ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় নিহত-১

সাতক্ষীরা দেবহাটায় ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

সাতক্ষীরা দেবহাটায় ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

স্ব-স্ব ইউনিয়ন চেয়ারম্যানগনের দ্বারা ‘বাল্যবিবাহ মুক্ত’ ইউনিয়ন ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসারবৃন্দ। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স নুন্যতম ২১ বছর এবং মেয়েদের বয়স ১৮ বছর হওয়া বাধ্যতামূলক। কিন্তু দরিদ্রতা, নিরাপত্তাহীনতা ও সামাজিক কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ হয়ে আসছিল। তাই সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ শুরু করে। প্রাথমিক পর্যায়ে ৫টি ইউনিয়নে ১১০০৭টি পরিবারে সার্ভের মাধ্যমে অবিবাহযোগ্য কিশোরী ৩৩২১ জন এবং কিশোর ৪৩৫৮ জনের তথ্য সংগ্রহ করা হয়। গ্রাম পর্যায়ে বাল্যবিবাহের প্রধান কুফল যেমন: নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া। এছাড়াও বাল্যবিবাহের কারণে শিশু ও মাতৃমৃত্যর ঝুঁকি বৃদ্ধির কমাতে গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ও যুব ফোরাম, স্থানীয় সরকার ও প্রশাসন এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন-এর সহযোগীতায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫টি ওয়ার্ডে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যেমে এলাকার জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধে পিতা মাতাদের সচেতনতা বৃদ্ধি , উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, পট গান ও নাটক প্রদর্শন সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ইউনিয়ন : কুলিয়া-৩, পারুলিয়া-২, সখিপুর-১, নওয়াপাড়া-১, দেবহাটা-২ (মোট ৯টি) বাল্যবিবাহ প্রতিরোধ করেছে এবং গ্রাম পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়। তারই ধারাবাহিকতায় স্ব-স্ব ইউনিয়নের উদ্যোগে ‘বাল্যবিবাহ মুক্ত’ ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন চেয়ারম্যানগণ।

এদিকে, দেবহাটা সদর ইউনিয়নে বাল্যবিবাহ ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান। অন্যান্যদের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, সিডিও আছাদুজ্জামান রিপন, ফ্যাসিলিটেটর কাওসার আলী, সকল ইউপি সদস্য, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুলিয়া ইউনিয়নের এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হান্নান, রওনাকুল ইসলাম রিপন, প্রেম কুমার, শিরিনা খাতুন, ফতেমা খাতুন, শ্যামলী রানী, দেবহাটা এপি’র সিডিও জ্যোৎস্না বালা, ফ্যাসিলিটেটর পাপ্পু মন্ডল প্রমুখ।

পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, দেবহাটা এপি’র সিডিও মিজানুর রহমান, ফ্যাসিলিটেটর মাসুদ রানা প্রমুখ।

সখিপুরে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ইউপি সদস্য নাজিম উদ্দিন, ইমাম সিরাজুল ইসলাম, দেবহাটা এপি’র জেসিডিও পিন্টু মন্ডল, ফ্যাসিলিটেটর রিফাত হোসেন, আসাদুর রহমান, আলফাজ হোসেন, প্রসেনজিৎ সরকার প্রমুখ।

নওয়াপাড়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেনের সভাপতিত্বে ইউপি সদস্য খাদিজা খাতুন, দেবহাটা এপি’র সিডিও নীলাদ্রি বিশ্বাস, ফ্যাসিলিটেটর রেজাউল ইসলাম, অনিমেষ ঘোষ, সুমি, নাসির প্রমুখ।


Tag
আরও খবর






অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

২ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে