কক্সবাজারের (উখিয়া-টেকনাফ) সড়কে এপিবিএন পুলিশের গাড়ীর সাথে টমটমের মুখোমূখি সংঘর্ষে অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমান সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ৭ মার্চ ২০২৪ ইং বৃহস্পতিবার বিকেলে রামু থানার খুনিয়া পালং এর
মির্জাআলীর দোকান নামক স্থানে সংঘটিত হয়।
১৪ এবিপিএন পুলিশ সুত্রে জানা যায়, পুরু এ রাস্তায় মোড় ও বাজার গুলোতে গাড়ি নিয়ে পৌছুলেই জটলা বেধে যায় ছোট গাড়ি সিএনজি সহ টমটম গাড়ি গুলো। বিশেষ করে কিছু অদক্ষ চালক এ গাড়ির অবস্থানে বিদ্যমান। ওই স্থানে রাস্তার পাশ দিয়ে ডিআইজি স্যারের গাড়ীর সাথে (যার নং- ঢাকা মেট্রো- ব -১৪: ২৩৭৯) টমটমের সাইড কাটতেই এ মারাত্মক দূর্ঘটনাটি হয়।তবে, গাড়ি দুটোই সমান স্পীডে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় রয়েছেন টমটম চালক রুবেল ও পথচারী হাফেজ মো: আব্দুল্লাহ। আহতরা কক্সবাজার সদর মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন দিকে চিকিৎসা নিচ্ছেন।
২৫ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে
৫২ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭৮ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৮২ দিন ২১ ঘন্টা ৭ মিনিট আগে
১৮৭ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
১৯৪ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯৫ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে