কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বেলতলীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার ( ২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনায় গুলিবিদ্ধ হয় ১ জন। আরো ২ জনকে হন্য হয়ে খুঁজছে অস্ত্রধারীরা।
গুলিবিদ্ধ যুবক স্থানীয় নবী সুলতানের ছেলে সাহাবুদ্দিন শাকিল ( ২৭। তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
এদিকে অস্ত্রধারীরা হন্য হয়ে খুঁজতেছে আনোয়ার হোসেন ও সোহেল নামের ২ জনকে। তাদের মধ্যে আনোয়ার হোসেন বাড়ি বেলতলী এবং তাহের মেস্বারের ছেলে সোহেলের বাড়ি কচ্ছপিয়া গ্রামে ।
আহত শাকিল জানায়, সে প্রতিদিনকার ন্যায় বেলতলী স্টেশনের পূর্বপাশে ছিলো। তখন বিকাল ৩ টা বাজেঁ। পশ্চিম দিক থেকে এলাকায় পরিচিত সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে ৮/৯ টি মটর সাইকেল নিয়ে ১৬/১৭ জন যুবক স্বশস্ত্র অবস্থায় এসে তার উপর গুলি চালাতে থাকে। পরপর ৫ রাউন্ড গুলি বর্ষণ করলেও তার গায়ে লাগে ২ টি। এ সময় তাকে বেদড়ক মারধরের পর মৃত ভেবে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় এবং স্বজনরা তাকে উদ্বার করে।
অপর দিকে আনোয়ারের স্বজনদের দাবী,শাকিলকে ফেলে রেখে আনোয়ার হোসেনকে অপহরণের চেষ্টা করে ঐ দলটি। অবস্থা বেগতিক দেখে পাড়ার মেয়েরা এসে তাদের গতিরোধ করে আনোয়ারকে উদ্ধার করে। পরে সোহেলের খোঁজে কচ্ছপিয়া পার হয় অস্ত্রধারী।
এ বিষয়ে রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল ইসলাম বলেন,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যান।
ঘটনায় জড়িত লোকজনকে খোঁজা হচ্ছে।
২৫ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৭ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৫২ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭৯ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
১৮৩ দিন ৭ মিনিট আগে
১৮৮ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯৪ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯৫ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে