ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা

মুক্তিযোদ্ধের সনদের আশায় ঘুরে ঘুরে অচল পথে গোলাপ আলী।

মুক্তিযোদ্ধের সনদের আশায় ঘুরে ঘুরে অচল পথে গোলাপ আলী



১৯৭১ সাল ২১ শে এপ্রিল। ভোর রাতে মানিকগঞ্জ জেলার আরিচা ফেরি ঘাট থেকে পাক হানাদার বাহিনী একটি কে-টাইপ ফেরি ও গানবোর্ড নিয়ে তৎকালীন গোয়ালন্দ মহকুমার বাহাদুরপুর আক্রমন করে। সেখানে প্রথম সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধে প্রথম শহীদ হয় আনসার ফকীর মহিউদ্দিন। সেই সম্মুখিন যুদ্ধে পাক-হানাদার বাহিনীর গুলিতে নিজের হাত হারায় গোলাপ আলী সরদার। কিন্ত ৫০ বছরেও সম্মুখিন যুদ্ধে হাত হারানো গোলাপ আলী সরদার পায়নি কোন সনদ। পায়নি মুক্তিযোদ্ধের সম্মান। মুক্তিযোদ্ধের সনদের আশায় ঘুরে ঘুরে বয়সের ভারে আজ অচল হয়ে বিছানায় পরে আছে। 

মৃত্যু পথের এই অসুস্থ্য গোলাপ আলী সরদার বলেন, অর্থ বা কোন সুযোগ-সুবিধার আশায় নয়। মৃত্যু কালে যেন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান পাই। আমার মৃত্যুর পরও যেন পথচারীরা বলেন এটা একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধার কবর। এই আশায় অনেকের দ্বারে দ্বারে গিয়েছি। বীর মুক্তিযোদ্ধা একাধিক সহকর্মীদের সদন ও একাধিক প্রমাণ থাকার পরও পাইনি কোন সম্মান। 

গোলাপ আলী সরদার জানান, বয়সের ভারে কোন কাজ কর্ম করতে পারি না। নানা রোগে আক্রান্ত হয়ে পরে আছি। তিন বেলা পেটের খাবার জোটে না। লজ্জায় মানুষের কাছে হাত পেতে চাইতে পারি না। ক্ষুদার যন্ত্রনা নিয়ে বিছানায় পরে থাকি। একজন মুক্তিযোদ্ধা হয়ে, মুক্তিযোদ্ধের সদন না পাওয়া সন্ত্রনা নিয়ে দিন কাঁটাতে হচ্ছে। এই যন্ত্রনা আমি আর কত দিন সহ্য করবো। আমি কি মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধার সম্মান পাবো না?   

তৎকালীন গোয়ালন্দ মহাকুমা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার বলেন, ১৯৭১ সালে ২১শে এপ্রিল তৎকালীন আনছার ও ইপিআর যৌথ বাহিনীর সঙ্গে স্বাধীনতা সংগ্রামে গোয়ালন্দ মহকুমা বাহাদুরপুর নামক স্থানে পাকবাহিনীর সম্মুখ যুদ্ধে তাহার বাম হাত খানা গুলি লেগে ছিন্ন হয়ে যায়। আমাদের স্বাধীনতার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

তৎকালীন গোয়ালন্দ মহাকুমা যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার মো. আঃ ছামাদ মোল্লা বলেন, গোলাপ সরদার ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে আমার অধীনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধে তিনি তার বাম হাত হারান। 

রাজবাড়ী যুদ্ধকালীন কমান্ডার ও যুদ্ধ পরিচালনা কমান্ডার এসএম শহিদুন নবী (আলম) বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে মো. গোলাপ আলী সরদার রনাঙ্গনে সক্রিয় ভাবে যুদ্ধে অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তাহার নাম চির স্মরনীয় হয়ে থাকবে।      

আরও খবর