চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা

ভোটারদের মনে আতঙ্ক জানালেন কালুখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন।

ভোটারদের মনে আতঙ্ক জানালেন কালুখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন।

ভোটারদের মনে আতঙ্ক জানালেন কালুখালী উপজেলা চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন।


রাজবাড়ী জেলায় দুইটি উপজেলায় ভোট গ্রহন শুরু হয়েছে। পাংশা ও কালুখালী উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকালে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানায় নির্বাচন সংশ্লিষ্টরা। রাজবাড়ীর  দুটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (নারী ও পুরুষ) মিলে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।  

তবে ইতিমধ্যেই কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: এনায়েত হোসেন সাংবাদিকদের কাছে ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত প্রকাশ করেছেন।

কালুখালীর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটাররা যেনো আসতে না পারে সেজন্য ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে 

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলীউজ্জামান চৌধুরী টিটোর বিরুদ্ধে। এবং কেন্দ্রের পাশে খালেক এর বাড়ীর সামনে আঞ্চলিক সড়কে ভোটারদের ভয়ভীতি দেখায় সংঘবদ্ধ কয়েক জন যুবক। তবে ভয়ভীতি না দেখালে ভোট কেন্দ্রে আরো ভোটার উপস্থিতি বাড়তো বলে মনে করছেন অনেকেই।

কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: এনায়েত হোসেন  জানান, নির্বাচনের অবস্থা কেন্দ্রে সুষ্ঠু কিন্তুু রাস্তাঘাটে ভোটারদের ডিস্টার্ব করা হচ্ছে। ভোটাররা যেনো তাদের ভোট প্রয়োগ করতে না পারে। আমি আইনশৃঙ্খলা বাহিনী কে বলেছি এ বিষয়ে। আইনশৃঙ্খলা বাহিনী যখন আসে তখন কেউ ভোটারদের ডিস্টার্ব করে না। আইনশৃঙ্খলা বাহিনী চলে গেলেই আবার ভোটাররা যেনো ভোট দিতে না পারে বিভিন্ন ভয়ভীতি দেখায়। আমি মোটরসাইকেল প্রতীকে কালুখালী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছি। এবং আমার বিপক্ষে কাজ করছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলীউজ্জামান চৌধুরী টিটো। এ পর্যন্ত আমার মনে হচ্ছে আমি জয়ি হবো। সুষ্ঠু নির্বাচন যদি হয় এবং ৪ টা পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারে নিশ্চিত আমি জয়ি হবো। আমি এ বিষয়টি কালুখালী থানার ওসি কে জানিয়েছি ও র‍্যাবের অফিসারকে বলেছি। ভোটারদের নিরাপত্তা দিতে হবে। এলাকায় প্রশাসনের নজর দিতে হবে যাতে ভোটাররা ভোট দিতে আসতে পারে। সে ব্যাপারে আমি প্রশাসনের সহযোগিতা চাই।

বিশ্বস্ত সুত্র  জানায়, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: এনায়েত হোসেন, কালুখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও তার নিজের এলাকা, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র হওয়ায় এখানে ভোট শুরুর পর থেকেই উৎসব মুখোর পরিবেশে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের সমর্থকরা ভোটারদের কেন্দ্রে আসতে নানা ধরণের ভয়ভীতি দেখায় যেনো ভোট কেন্দ্রে আসতে না পারে ভোটাররা।

স্থানীয় আলেয়া বেগম নামে এক নারী বলেন, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আমি ভোট দিতে আসার সময় কয়েকজন যুবক ছেলে আমাকে ভোট দিতে আসতে নিষেধ করেছেন। এতো দিন পর ভোট আমরা আন্দের সাথে দিতে চাই তারপরও এতো ভয়ভীতি। আমরা আতংকে আছি।

আরেক নারী কহিনুর আক্তার নামে এক নারী  বলেন, ভোট দিতে এসেছি কিন্তুু ভোটার সিলিপ পাইনি। ভোটার সিলিপ নিতে গেলে কয়েকজন যুবক ভোট দিতে নিষেধ করেন। এবং বলেন ভোট দেওয়ার কোন দরকার নাই। 

এছাড়াও একাধিক নারীরা  জানায়, ভোট কেন্দ্রে যেনো না আসতে পারি সেজন্যই আনারস প্রতীকের লোকজন পথে পথে বাধা সৃষ্টি করছেন। এবং নানা ধরণের ভয়ভীতি দেখাচ্ছেন যেনো ভোট দিতে আসতে না পারি। আমরা আতংকে আছি। ভোট দিতে গেলে আমাদের কে মারার হুমকি প্রদান করে কয়েকজন যুবক তারা সকলেই আনারস প্রতীকের সমর্থক। পরে পুলিশ পাহারায় আমরা ভোটকেন্দ্রে এসেছি এবং ভোট দিয়েছি তবে এ ঘটনায় আমরা খুব ভয়ে আছি।

এ ব্যাপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)

মোঃ আলমগীর হোসাইন জানান, এই ঘটনাটি আমি শোনার পরপরই ঘটনাস্থলে এসেছি। এই এলাকায় দুই একজন দুষ্ট লোকজন আছেন। তারাই মূলত এ কাজ গুলো করছে। তবে এখানে প্রশাসনের নজরদারি রয়েছে। আশা করা যাচ্ছে ভোটাররা সুন্দর ভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে সেজন্যই আমরা বিশেষ ভাবে নিরাপত্তা জোরদার করেছি।

আরও খবর

পাংশায় মাছের সাথে এ কী শত্রুতা

৪ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে


পাংশায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবস

৪ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে



পাংশায় ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

৪৯ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে



পাংশায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

৫৩ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে


পাংশায় দেড়শ পিস ইয়াবাসহ আটক ১

৫৩ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে