প্রধানমন্ত্রীর ২৫ দফা বাস্তবায়নের অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ হাজার তাল গাছের চার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ২৫ দফা কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলার ১৬ ইউনিয়নের প্রতিটিতে ৯ শ' করে এবং ৩ টি আশ্রয়নে মোট ১৫ হাজার তালগাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, তেলিগাতী ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার, বারইখালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল মহারাজ, হোগলাপাশা ইউপি চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, চিংড়াখালী ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলু, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে
দৈবজ্ঞহাটী ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে চারা রোপন করে এ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু।
৪৬১ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৭২ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৫১০ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৫১২ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫১২ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৫১২ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫১৩ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫১৫ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে