চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা

মির্জাগঞ্জে অতিরিক্ত মালবাহী ট্রাক ও কার্গোভ্যানের চলাচলে ভাঙছে সড়ক, চরম ভোগান্তিতে উপজেলাবাসী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার জনসাধারণের জেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তা সুবিদখালী টু পায়রাগঞ্জ সড়কটি অতিরিক্ত মালবাহী ট্রাক ও কার্গোভ্যানের চলাচলের কারণে বিভিন্ন জায়গায় ভেঙ্গে ও দেবে গিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। ফলে চলাচলকারী পথচারীসহ স্থানীয় যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের বৈধতা না থাকলেও স্বাভাবিকভাবেই চলাচল করছে এসব যানবাহন। এ যেন দেখার কেউ নেই!


সরেজমিনে খোঁজ নিয়ে জানায়ায়, বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী পায়রা সেতুতে ওয়েটস্কেল থাকায় অতিরিক্ত টোল এড়াতে মালবাহী বড় বড় ট্রাক ও কার্গোভ্যান মির্জাগঞ্জের এই সড়কটি দিয়ে পায়রাকুঞ্জ ফেরী পার হয়ে জেলা শহরে ঢুকছে। এছাড়াও ইটভাটার মালবহনকারী ছোট-বড় মাহিন্দ্র ট্রাক্টর ও ট্রলি নিয়মিত চলাচল করছে। যার কারনে সংস্কারের এক বছর পার না হতেই সড়কের বিভিন্ন জায়গায় দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে চলাচল করতে গিয়ে আটোবাইক, ইজিবাইক, রিকশা ও মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহনগুলো প্রায়ই দূর্ঘটনার কবলে পড়ছে। এতে চরম দূর্ভোগ পোহাচ্ছে পথচারীসহ স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে শুষ্ক মৌসুমে ধুলোয় মাখামাখি আর বৃষ্টি হলেই কাদায় মাখামাখি হয়ে যায় সড়কটি। তখন যানবাহনের যেমন দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় তেমনি পথচারীদের হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়ে। উপজেলার কলেজ রোড ব্রিজ (মরহুম ইয়ার উদ্দিন খলিফা (রঃ) সেতু) থেকে মনহোরখালী (পায়রাকুঞ্জ) ফেরিঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার গ্রামীন সড়কের এই বেহাল দশা। নিয়মানুসারে গ্রামীণ সড়ক দিয়ে ৮ দশমিক ২ টন ওজনের যানবাহন চলাচল করতে পারবে। এই রাস্তা দিয়ে যেসব মালবাহী ট্রাক, কার্গোভ্যান ও মাহিন্দ্র ট্রাক্টর চলাচল করে তা পন্য ছাড়াই এক একটির প্রায় ৭ টন। আর এসব যানবাহন প্রশাসনের নাকের ডগা দিয়ে কাঠ, মাটি ও পাথরসহ বিভিন্ন মালামাল বোঝাই করে প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। যার ওজন প্রায় ২৫-৩০ টনের মতে। প্রশাসনের উদাসীনতার কারণে অতিরিক্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ফলে সড়কটির এমন বেহাল দশা হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতিবাচক পোস্ট দিয়েছেন উপজেলার বাসিন্দারা। 


স্থানীয় বাসিন্দা বাইজিদ হাসান বলেন, অতিরিক্ত মালবাহী গাড়ি চলাচলের কারনে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। ধূলাবালির জন্য রাস্তায় চলাচল করতে পারি না। তাছাড়া আমাদের বর্ষা মৌসুমে আরো বেশি দূর্ভোগ পোহাতে হয়। 


অটোচালক দুলাল খান বলেন, অতিরিক্ত পণ্যবাহী ট্রাকগুলো রাস্তাটা একেবারে শেষ করে দিছে! এমনভাবে রাস্তাটা ভেঙ্গে গেছে গাড়ি চালানোর কোন উপায় নেই। প্রায়ই গর্তে আটকে যায় চাকা। এই জন্য যাত্রীরা সহজে আমাদের গাড়িতে উঠতে চায় না। বড়বড় ট্রাকগুলোই রাস্তাটা খাইয়ে ছাড়বে।


পথচারী মোঃ মনির হোসেন বলেন, সুবিদখালী ব্রিজ দিয়ে পটুয়াখালী যাওয়ার পথ এত খারাপ যা বলে শেষ করা যাবে না। পটুয়াখালী যাইতে-আইতে ঝাকড়ানিতে শরিরের কিছু থাকে না। সম্পূর্ণ রাস্তাটা ভেঙে তচনচ হয়ে গেছে। প্রায়ই আমারা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার কবলে পরি। রাস্তাটিতে দীর্ঘদিন যাবত অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ও কার্গোভ্যাগ চলাচল করতে দেখলেও প্রশাসনকে কোন ব্যবস্থা নিতে দেখি না! 


এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, এবিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। সামনের সমন্বয় সভায় বিষয়টি আবারও উপস্থাপন করবো। রাস্তাটির অবস্থা আসলেই খুবই বেহাল। যেহেতু সড়কটি সড়ক ও জনপদের তাই তাদের পক্ষ থেকে যদি ওয়েটস্কেলের ব্যবস্থা করে তাহলে আমাদের আইনী পদক্ষেপ গ্রহনে সুবিধা হবে।


পটুয়াখালী সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ বলেন, রাস্তাটি সুন্দরভাবে সংস্কার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওয়েটস্কেলের বিষয়টি অনেক সময় সাপেক্ষ। এটা নিয়ে মন্ত্রনালয় আলোচনা করতে হয়। তাছাড়া এসব যন্ত্রপাতি আমাদের দেশে খুবই কম। আপাতত প্রশাসনের মাধ্যমে অতিরিক্ত পণ্যবাহী গাড়িগুলো যেন এই রাস্তা দিয়ে না যেতে পারে সেই পদক্ষেপ গ্রহন করা হলে ভালো হয়।

আরও খবর


মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫৭ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে