পটুয়াখালীর মির্জাগঞ্জে দুইটি চোরাই ছাগলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে তাদেরকে উপজেলার কাঠালতলী এলাকা থেকে ছাগলসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত একটি মামলা হয়।
আটককৃত হলেন, ঝালকাঠির কেওরা ইউনিয়নের পাকমহল (বড়বাড়ী) এলাকার মৃত রব হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৩০) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার ছত্রকান্দা গ্রামের ইউনুচ প্যাদার ছেলে এলিন প্যাদা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ ব্রিজের দক্ষিণ পাশ থেকে আনছার হাওলাদার নামে এক ব্যক্তির দুইটি ছাগল নিয়ে চোরেরা সিএনজি যোগে বরিশালের দিকে পালিয়ে যাচ্ছিলেন। এসময় তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে ধাওয়া করে কাঠালতলী এলাকায় গিয়ে আটক করে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। থানা পুলিশ যেকোন ধরনের চুরি ও অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক তৎপর রয়েছে।
৭০ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৫ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫৭ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
১৭৩ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮০ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৮১ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
১৮১ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৮৪ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে