জয়পুরহাটে রাতের আঁধারে এক কৃষকের ৩শত পিস কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ মে) গভীর রাতে সদর উপজেলার দেবিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কৃষক ইউনুস আলী জানান, এক বিঘা জমিতে ৩০০ পিস কলার গাছ লাগিয়েছিলেন তিনি। দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাতে তার জমির সব কলাগাছ কেটে ফেলেছে। এতে প্রায় দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে তার।
তিনি আরও জানান, গ্রামের একজনের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে। সেই কারণে শত্রুতাবশত প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা। আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার ফসলের সঙ্গে যারা শত্রুতা করল তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ঘটনাটি এইমাত্র শুনলাম। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে