সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।। চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান খাসিয়া হাওর সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ-বিজিবি ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভার ব্যানার ও অতিথিতের শুভেচ্ছা জানাতে 'ভুল বানানের ছড়াছড়ি' !



জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন শিক্ষকের ভুমিকা শীর্ষক আলোচনা সভার ব্যানারে লেখা শব্দ ও বাক্যে ভুল বানানের ছড়াছড়ির ঘটনা ঘটেছে। এছাড়া উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়ায় লেখা হয়েছে ভুল বাক্যে। ফলে শিক্ষার মানোন্নয়নের উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানালেও বিপত্তি সৃষ্টি হয়েছে অনুষ্ঠানের ব্যানারে এবং শুভেচ্ছান্তে লেখা শব্দ ও বাক্য নিয়ে। বানান ও বাক্য ভুলের কারণে বিষয়টি দৃষ্টিকটু ঠেকেছে অনেকের কাছে। ভুল বানান দেখে শিক্ষার্থীসহ শিশু-কিশোরেরা ভুল বানান শিখবে বলে মন্তব্য করেছে সচেতন মহল। মনোবিদেরা বলছেন, এ ধরনের ভুল বানান শিশুদের সবচেয়ে বেশি প্রভাবিত করে। বানান ভুল ও ভাষা বিকৃতির বিষয়ে সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করে অনেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।


শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পৌর শহরস্থ ইসলামপুর সরকারি জে. জে. কে. এম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের একাডেমি ভবনের চারতলায় মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভুমিকা শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেনদ শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা পরিদর্শক শেখ নুরুন্নাহার এবং অডিট অফিসার মো. মতিয়র রহমান।


আলোচনা সভায় উপজেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত তিন শতাধিক শিক্ষক ছাড়াও রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। ইসলামপুর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সভার ব্যানারের প্রতিপাদ্যের বিষয় ছিলো, 'শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।' 

এতে বিতর্কের সৃষ্টি হয়েছে, 'সহকারী শিক্ষা পরিদর্শক' বাক্যে 'সহকারী' শব্দ নিয়ে। ব্যানারে 'সহকারী' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয়েছে 'সহকারি'। মূলত শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক শেখ নুরুন্নাহারের পরিচয় তোলে ধরতে 'সহকারী' শব্দের স্থলে 'সহকারি' শব্দ লেখা হয়। আলোচনা সভায় অতিথিদের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়াতেও ভুল বাক্যে লেখা হয়েছে।


এছাড়া অতিথিসহ সভাপতির নামে প্রথমাংশ 'মোহাম্মদ' শব্দটি সংক্ষিপ্তকরণে 'মো.' শব্দের স্থলে ভুলভাবে লেখা হয়েছে 'মোঃ'। 'সভাপতি' শব্দের পরে অপ্রয়োনীয় এবং অতিরিক্ত বিসর্গ (ঃ) বর্ণের ব্যবহার করা হয়েছে। অপরদিকে, ইসলামপুর সরকারি জে. জে. কে. এম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের নাম ভুলভাবে 'হাইস্কুল' শব্দের স্থলে 'হাই স্কুল ' এবং 'অ্যান্ড' শব্দের স্থলে 'এন্ড' লেখা হয়েছে।


জানা যায়, বাংলা একাডেমির প্রণীত প্রমিত ভাষা রীতি অনুযায়ী 'সহকারি' শব্দটি ভুল। শুদ্ধ বাক্য হবে 'সহকারী'। একইভাবে ইংরেজি বিবৃত 'এন্ড' শব্দটির স্থলে লিখতে হবে 'অ্যান্ড'। 'হাই স্কুল ' শব্দটির শুদ্ধরূপ 'হাইস্কুল'। 'মোহাম্মদ' শব্দের সংক্ষিপ্ত রূপ হবে 'মো.' অথবা 'মো:'।


ইসলামপুর সরকারি জে. জে. কে. এম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের জেষ্ঠ্য প্রভাষক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন, সিনিয়র সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান এবং বীর মাইজবাড়ি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল হালিম।


শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মো. উকিল উদ্দিন বলেন, 'এন্ড' এবং 'অ্যান্ড' শব্দের ব্যবহারে ভিন্নতা রয়েছে। কিন্তু লেখার সময় অনেকেই শব্দ দুটিকে গুলিয়ে ফেলেন। অনেকেই না জেনে লিখতে গিয়ে ভুল করেন। ব্যবহার বিধি জানা না থাকায় অনেকেই পৃথক দুটি শব্দকে একই অর্থবোধক বলে ভুল করেন। বিশেষ করে ব্যানারে লেখা ভুল হলে, সেটা নেমে নেওয়ার মতো নয়।'


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, 'ব্যানার ভুলভাবে লেখা হয়েছে কি না, সেটা এ মুহূর্তে মনে পড়ছে না। তবে মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকেই শুদ্ধতার চর্চা করতে হবে। সবাইকে ভাষা ব্যবহারে যত্নবান হতে হবে। ভবিষ্যতে ব্যানারে লেখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।'


শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ হেফজুল বারী বলেন, শিশুরা অনেক কিছুই দেখে শেখে। বিশেষ করে বর্ণমালা শেখার পর যা দেখে, তা-ই বানান করে পড়ার চেষ্টা করে। ফলে ভুল বানানের ঘেরাটোপ থেকে অনেকেই বেরিয়ে আসতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। '


সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, ‘বিকৃত বানান ও ব্যাকরণগত ভুলের মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। বাংলা বানানের ভুল আমাদের মাতৃভাষার জন্য অমর্যাদাকর। এ ধরনের ভুল ও বিকৃতি থেকে মুক্তি পেতে শুদ্ধ ভাষা চর্চা করাটা জরুরি।'


আরও খবর