সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।। চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান খাসিয়া হাওর সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ-বিজিবি ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে নিখোঁজ যুবককে উদ্ধারে পুকুরে খোঁজল ফায়ার সার্ভিসের দল, গভীর রাতে বাড়ি ফিরল যুবক !


জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজ এক যুবককে উদ্ধারে পুকুরের পানিতে কয়েক ঘণ্টা খোঁজেও তাঁর সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের একটি দল। কিন্তু গভীর রাতে নিখোঁজ ওই যুবক একাই বাড়ি ফেরার ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকাজুড়ে কোতুহলের সৃষ্টি হয়েছে।


ওই যুবকের নাম আরিফুর ইসলাম আরিফ (১৮)। তিনি উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের সকাল বাজার এলাকার আজাদ আলীর ছেলে।


গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে এই ঘটনাটি ঘটে। 



স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের ৭ ঘন্টা পর অক্ষত অবস্থায় বাড়িতে ফিরলেন যুবক আরিফুর ইসলাম আরিফ। সকলেই ভেবেছিলো আরিফ পানিতে ডুবে মরেই গেছে কিন্তু না,জীবিত ও অক্ষত অবস্থায় আরিফের বাড়ী ফেরাতে জমেছে উৎসুক জনতার ভিড়। আপসঃ কান্নার আওয়াজ। 


স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বসতবাড়ির পাশে পুকুরের গোসল করতে নামে আরিফ। এক পর্যায়ে পুকুরের পানিতে আরিফ ডুবে গেছে মর্মে তাঁর মা রৌশনারা বেগম ডাক চিৎকার দিতে থাকেন। প্রতিবেশীরা পুকুরের পানিতে আরিফকে নিখোঁজেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেন। কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান শেষে আরিফের সন্ধান না পেয়ে  ডুবুরি দলের সদস্য চলে যান। 


চোখের সামনে পুকুরের পানিতে ডুবে ছেলে নিখোঁজে হওয়ায় মা রৌশনারা বেগম কাঁদতে কাঁদতে পাগলপ্রায়। রাত আড়াইটার দিকে আরিফ একাই বাড়িতে উপস্থিত হন। পুকুরের পানিতে নিখোঁজের পর জীবন্ত বাড়ি ফিরে আসায় যুবক আরিফকে দেখতে আশেপাশের লোকজনের ভিড় জমে।



পুকুরে গোসল করতে নেমে আরিফ নিখোঁজ হয়ে কোথায় গিয়েছিলো?  নাকি সে কোনো দুষ্কৃতকারী হাতে ধরা পড়েছিল? এসব বিষয়াদি নিয়ে নানা মহলে নানা ধরনের প্রশ্নে সৃষ্টি হয়েছে। কেউ কেউ ঘটনাটি 

 ভৌতিক কাণ্ড হিসেবে অভিহিত করেছেন।



আরিফের মা রৌশনাই বেগম বলেন, আমার চোখের সামনে আরিফ পুকুরে গোসল করতে নামে। পানিতে ডুব দেওয়ার অনেকক্ষণ পরও আরিফকে পাওয়া যাচ্ছিল না। তখন আমি আশেপাশের লোকজনকে ডাকতে থাকি। প্রতিবেশীরা পুকুরে জাল ফেলে আরিফকে উদ্ধারে চেষ্টা করে। কিন্তু আরিফের সন্ধান মিলছিল না। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুকুরের পানিতে নেমে আরিফকে উদ্ধার করতে চেষ্টা চালায়। গভীর রাতে আরিফ বাড়ি ফিরেছে। এ ঘটনায় আমরা হতবাক। বর্তমানে আরিফ  শারীরিকভাবে কিছুটা অসুস্থ। 


চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, 'ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ যুবক আরিফকে উদ্ধারে চেষ্টা করেও তাঁর সন্ধান পাননি। কিন্তু গভীর রাতে আরিফ বাড়ি ফিরেছে। ঘটনাটি মনে হয় ভৌতিক।'


আরও খবর