সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।। চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান খাসিয়া হাওর সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ-বিজিবি ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

থানায় যোগদানের আগেই সরকারি গাড়ি ব্যবহার করলেন ইসলামপুর থানার নবাগত ওসি


থানায় যোগদানের আগেই সরকারি গাড়ি ব্যবহার করে থানায় আসেন জামালপুরের ইসলামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ। ৩০ কিলোমিটার পথ মাড়িয়ে পুরাতন কর্মস্থল শেরপুর সদর থানা থেকে ইসলামপুর থানার সরকারি পুলিশ ভ্যানযোগে নতুন কর্মস্থল ইসলামপুর থানায় যোগদান করেন তিনি। 


গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পাশ্ববর্তী শেরপুর সদর থানা থেকে ইসলামপুর থানার পুলিশ ভ্যানযোগে ইসলামপুর থানায় আনা হয় নবাগত ওসি মো. সাইফুল্লাহকে। তিনি পূর্ববর্তী ওসি সুমন তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগের দিন গত রোববার দুপুরে সিআইডি পুলিশে বদলিপ্রাপ্ত সুমন তালুকদার ইসলামপুর থানা থেকে বিদায় নেন।

 

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর থানা থেকে পুলিশ ভ্যান নিয়ে ওসি সাইফুল্লাহকে ইসলামপুরে আনতে শেরপুর সদর থানার উদ্দেশ্যে রওনা হন একদল পুলিশ। এতে নেতৃত্ব দেন ইসলামপুর থানার ওসি (তদন্ত) এ কে এম মনিরুল হক। তাঁর সঙ্গে ছিলেন উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান এবং কনস্টেবল নাজমুল হক। মো. সাইফুল্লাহ শেরপুর সদর থানার ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালন করে আসছিলেন। শেরপুর পৌর শহরের সবজরখিলা এলাকায় ভাড়াবাসায় থাকতেন তিনি। সেখান থেকে রাত ৯টার দিকে পুলিশ ভ্যানযোগে ওসি মো. সাইফুল্লাহকে সঙ্গে নিয়ে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেন ইসলামপুর থানা-পুলিশ। 


সরজমিনে দেখা গেছে, রাত ১০ টার দিকে ইসলামপুর থানার সরকারি পুলিশ ভ্যানযোগে ইসলামপুর থানায় আসেন নবাগত ওসি মো. সাইফুল্লাহ। পুলিশ ভ্যান থেকে নামার পরেনথানা ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলের তোড়া হাতে দিয়ে স্বাগত জানান থানা-পুলিশ। 



ইসলামপুর থানার এসআই মাসউদুর রহমান বলেন, 'নবাগত ওসি স্যারকে ইসলামপুরে আনার জন্য তদন্ত ওসি এ কে এম মনিরুল হক স্যারের নেতৃত্বে আমরা শেরপুর শহরে গিয়েছিলাম। ওসি স্যারকে সঙ্গে নিয়ে রাত ৯টার দিকে শেরপুর থেকে রওনা দিয়ে আমরা রাত ১০টার দিকে পুলিশ ভ্যানযোগে ইসলামপুর থানায় এসেছি।'  


আরও খবর