চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে অচিন ডোম বাবু (৫২) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের মৃত্যু নগেমের ছেলে।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শনিবার সকাল ১১ টার দিকে মৃত্যু অচিন ডোম বাবুর লাশ পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামে শ্রী গঙ্গাধর বর্মনের পুকুরে ভাসতে দেখে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ওসি আরো জানায়, গত বুধবার ২৯ নভেম্বর বিকেলে অচিন ডোম বাবু বাসা থেকে বের হয়। পরিবারের সূত্রে জানা যায়, সে প্রায় সময় নেশা করতো। নেশাগ্রস্ত অবস্থায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
২৪ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৩০ দিন ৬ মিনিট আগে
৩৪৭ দিন ৪২ মিনিট আগে
৩৬৮ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
৪০৮ দিন ২৪ মিনিট আগে