রঙচটা বিষণ্ণ
মাও. ফখরুল হাসান
মাঝে মাঝে অসুখ করুক
শরীর কাঁপানো জ্বর না আসুক
নিদেনপক্ষে একটু কাশি হোক
সবাই জানুক—
স্পন্দনহীন হৃদয়ে
স্থবিরতা বেমানান
অস্তাচলের আকাশে
প্রসন্নতা রক্তরঙে লেলিহান
একবার অন্তত বুঝুক—
মন রোগাক্রান্ত হলে
শরীরে ভীষণ তাপ লাগে
উজ্জ্বল দিনের সব আলো
রঙচটা বিষণ্ন বিমুখ লাগে
৩৭ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৫ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৬১ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৬৩ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
৭৮ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭৮ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
৯৭ দিন ৪৪ মিনিট আগে
১৩১ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে