খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে এক মাদ্রাসায় পড়ুয়া শিশু ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শরাফপুর এলাকায়।
নিহত শিশুর পরিবাার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,শরাফপুর দারুল আজিজ মডেল মাদরাসার নার্সারী শ্রেণীর ছাত্রী ও এলাকার খায়রুল বাসারের মেয়ে তাবাচ্ছুম (৭)গতকাল শুক্রবার দুপুরে তার বাবার সাথে বাড়ির পাশে মাছের ঘেরে মাছ ধরতে যায়। অসাবধানতা বশত তাবাচ্ছুম সকলের অগোচরে মাছের ঘেরের পানিতে পড়ে ডুবে যায়। মাছ ধরা শেষে তার বাবা ধারনা করেন তাবাচ্ছুম হয়তো বাড়িতে চলে গেছে। পরে তিনি বাড়িতে ফিরে খোঁজা খুঁজির এক পর্যায়ে জানতে পারেন সে বাড়িতে আসেনি। পরে তাকে মাছের ঘেরের পানিতে নেমে খোঁজার এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাবাচ্ছুমের মৃত্যুর খবরে তার পরিবার পরিজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪৩ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৮ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৮৯ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
১০৫ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
১৫০ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
২৫১ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
২৫৯ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে