পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দেওয়ানগঞ্জে বাঘারচরে সংঘবদ্ধ কিশোর কর্তৃক মারধোর করে মোবাইল ফোন এবং নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ০১ নং ডাংধরা ইউনিয়ন, বাঘারচরে সরকার পাড়া গ্রামে উঠতি বয়সি বখে যাওয়া কিছু কিশোর কর্তৃক গরুর ব্যবসায়ী ও তাঁর সহযোগীদের মারধোর করে নগদ অর্থ ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে ২৫/০৭/২০২৩ ইং তারিখ মঙ্গলবার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী বাঘারচর মধ্যপাড়া গ্রামের গরুর ব্যবসায়ী (বাদী) শরাবত আলী (৫৫), এবং ঘটনার সাক্ষীগণ রাজু মিয়া (৩৮), নুরুল ইসলাম (৪৪) ও আজাদ মিয়া (৩৫), গত ২৪/০৭/২০২৩ ইং (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১১:৩০ থেকে ১২:০০ ঘটিকায় পান্তামারী থেকে নিজ বাড়িতে ফেরার পথে পিয়ারাছড়া বিলের পাশে নির্জন কাঁচা রাস্তায় অবস্থাকালে বাঘারচর সরকার পাড়া গ্রামের (বিবাদীগন) সজিব(২১) পিতা: হাসেম আলী, মিসু মিয়া(২২) পিতা: আ: রশিদ, সুমন মিয়া(২০) পিতা: রকেট মিয়া, আশরাফুল ইসলাম(২২) পিতা: বাচ্চা গেল্লা, তানভীর(১৯) পিতা: আ: আলীম, সাদ্দাম হোসেন(২০) পিতা: একরামুল হোসেন, সহ একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর আক্রমণ করে। প্রচন্ড মারধোরের একপর্যায়ে ভুক্তভোগী ৪ জনের কাছে থাকা নগদ ১,১০,৪৫০/- (এক লক্ষ দশ হাজার চারশত পঞ্চাশ) টকা এবং ৩,৩০০/- (তিন হাজার তিনশত) টাকা মূল্যমানের দুটি ফিচার ফোন কেড়ে নিয়ে বিবাদীগণ দ্রুত পালিয়ে যায়। এলোপাতাড়ি মারধোরের ফলে সবাই কমবেশি নিলাফুলা জখম হন এবং একজনের হাতে মারাত্মক আঘাত লাগায় তিনি গুরুতর আহত হন।

বিষয়টি রাতেই স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করলে, ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি এবং পরদিন সকালে ঘটনার বিস্তারিত বিবাদীর অভিভাবকদের জানিয়ে এই বিষয়ে সমাধানের জন্য চাপ দেন। কিন্তু বিবাদীপক্ষ বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ভুক্তভোগীদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন ইউপি সদস্য। যার প্রেক্ষিতে ২৫/০৭/২০২৩ ইং তারিখে  ভুক্তভোগী শরাবত আলী সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্তিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা বলেন; বর্তমানে আমরা তাদের ভয়ে রাত-বিরেতে একা একা ভীতসন্ত্রস্ত হয়ে চলাচল করছি কখন কি করে বসে বোঝা মুশকিল। কিছুদিনের ব্যবধানে এই এলাকায় এমনই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাওয়ায় আমরা উদ্বিগ্ন, প্রথমে তাদের অভিভাবকদের এসব বিষয়ে জানালে এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীদের খোয়া যাওয়া অর্থ/সামগ্রী ফেরত দিতে নামমাত্র ব্যবস্থা নিতে দেখা গেছে, কিন্তু এখন সেটুকুও নাই আছে শুধুমাত্র বিচারের আশ্বাস!

তাঁরা আরও বলেন; রাত যত গভীর হয় তাদের আনাগোনা ও সংখ্যা বাড়তে থাকে, তারা বিভিন্ন রাস্তার মোড়ে, নির্জন কোন রাস্তার পাশে দলবদ্ধ হয়ে অবস্থান করে; মেতে ওঠে আড্ডায়।তাদের আড্ডার বিষয়বস্তু আর সারা রাতের কর্মকাণ্ড হিসাবে লক্ষ্য করা যায় হাতে থাকা স্মার্টফোনে ভার্চ্যুয়াল পেমেন্টেবল গেইম, অনলাইন বেটিং/ জুয়া এবং মাদক সেবন। মূলত: মাদক ও অনলাইন জুয়ার টাকা সংগ্রহ করতেই তারা বেছে নিচ্ছে বিভিন্ন রকম অপরাধের পথ। প্রথমে নিজ বাড়ি, এরপরে প্রতিবশীর বাড়ি আস্তে-আস্তে এলাকায় সংঘবদ্ধ ছোটো-খাটো চুরির হাতেখড়ি থেকে শুরু করে বর্তমানে ছিনতাইয়ের মত বড় অপরাধ করতেও তারা দ্বিধা করছে না।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব, আ: রহিম বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমান হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর