কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সিদ্ধান্ত মোতাবেক গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা "২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, থানা/উপজেলা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার ইভেন্ট গুলো হলো ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী বালক-বালিকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় বনাম পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে। প্রখর রোদে উপচে পড়া ভিড়ে ফুটবল প্রেমীদের উপস্থিতি জানান দিচ্ছে দৌলতপুরের মানুষ ক্রীড়া পাগল মানুষ। আগামী ২৬. ০৯.২০২৩ খ্রিঃ পর্যন্ত এই প্রক্রিয়ায় জাতীয় পর্যায়ে বেশ কিছু খেলোয়াড় বিভিন্ন অঞ্চল থেকে বের হয়ে আসবে।
৪২৯ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৩৩ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৬৬ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৭২ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫২৮ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৪২ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৯১ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
৫৯৫ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে