কক্সবাজারে কয়েকজন প্রার্থীর বর্জনের মধ্যেও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। আর বাকি একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ।
ভোট গণনা শেষে কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা গেছে বহুল আলোচিত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। দুই উপজেলা মিলে এ আসনটির ১৫৮টি কেন্দ্রের মধ্যে রাত পৌনে ১১টায় ১৫৫টি কেন্দ্রের ফলাফলে হাতঘড়ির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম পেয়েছেন ৮১ হাজার ৯৫৫ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট।ভোটের ব্যবধান ২৯ হাজার ৫৯ ভোট। তবে তিনটি কেন্দ্রে গোলযোগের কারণে স্থগিত রাখা হয়েছে ওই কেন্দ্রের ফলাফল। কিন্তু ফলাফল পাওয়া ১৫৫টি কেন্দ্রের ব্যবধান থাকা ভোটের সমপরিমাণ স্থগিত তিনটি কেন্দ্রে ভোট না থাকায় সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ৯৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএম প্রার্থী শরিফ বাদশা নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট। ভোটের ব্যবধান ৬২ হাজার ৯০২ ভোট। এ আসন থেকে এ নিয়ে টানা তিনবার এমপি নির্বাচিত হলেন আশেক উল্লাহ রফিক।
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু ঈদগাঁও) আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ১ লাখ ৬৭ হাজার ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট। এ আসন থেকে এ নিয়ে টানা তিনবার এমপি নির্বাচিত হলেন সাইমুম সরওয়ার কমল।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার টানা দুইবার জয়ী হয়েছেন। উখিয়া ও টেকনাফের ১০৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে শাহীন আক্তার নৌকা প্রতীকে পান ১ লাখ ২২ হাজার ৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (ঈগল) মুহাম্মদ নুরুল বশর পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট।
রবিবার রাতে ভোট গণনা শেষে কক্সবাজারের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বিজয়ীদের নাম ঘোষণা করেন।
৪ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
২১ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩০ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৩২ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৬ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৬ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৫১ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৪ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে