চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা

কক্সবাজারে অপরাধ দমনে শুক্রবার মাঠে নামছে ৯ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আগামী রোববার ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপরাধ দমনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলায় ৯জন প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুক্রবার (৫ জানুয়ারি) থেকে মাঠে নামছে।

গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মোঃ আব্দুছ সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের জন্য ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ দেশের ৩০০ টি সংসদীয় আসনের জন্য মোট ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়।

এর আগে গত ১৪ ডিসেম্বর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে নির্বাচনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে মাঠে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের অভিপ্রায় মতে, মোট ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে মনোনয়ন দেওয়া হয়।


১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান মতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাগণ নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ৭ জানুয়ারী এবং নির্বাচনের ২ পর অর্থাৎ আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত মোট ৫ দিন নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব পালন করবেন।

বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৯ এ তে উল্লেখিত ৭৩ (২বি), ৭৪(২এ), ৩, ৪, ৫, ৬ মতে ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ অনুযায়ী ১৮৯৮ সালের ফৌজদারী দন্ড বিধির ১৯০ এর (১) উপধারা মতে নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।

নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাগণের চাকরি উল্লেখিত সময়ের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।

কক্সবাজার জেলায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন-কক্সবাজার-১ আসনের চকরিয়া উপজেলায় চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হোসাইন, পেকুয়া উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী, মহেশখালী উপজেলায় মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দীন খান, কক্সবাজার-৩ আসনের কক্সবাজার সদর উপজেলায় কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) কৌশিক আহম্মদ খোন্দকার, ঈদগাঁও উপজেলায় সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা, রামু উপজেলায় সিনিয়র সহকারী জজ মোঃ ওমর ফারুক, কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ ও টেকনাফ উপজেলায় কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

নিয়োগপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের অনুকূলে যানবাহন, সহায়ক স্টাফ, পুলিশ সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

প্রথম শ্রেণির বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসাবে নির্বাচনি মাঠে দায়িত্ব পালনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের গত ১ ডিসেম্বর ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশন থেকে ব্রিফিং/প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনে ৪ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে দিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি (Electoral Enquiry Committee) গঠন করা হয়।

গত ২৩ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোঃ আবদুছ সালাম এক প্রজ্ঞাপনে জারী করে কক্সবাজারের ৪টি সংসদীয় আসন সহ দেশের মোট ৩০০ টি আসনের জন্য এসব কমিটি গঠন করেন। যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারকগণকে ইলেকট্টোরাল ইনকুয়ারী কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

এরমধ্যে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ সাইফুল ইসলাম, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে কক্সবাজারের সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোছা: রেশমা খাতুন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে কক্সবাজারের সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য-নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনি অনুসন্ধান কমিটি "নির্বাচনী অপরাধ, নির্বাচনি আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি বা পরিচালনায় বাঁধাগ্রস্ত বা ব্যাহত করে, এমন নির্বাচনপূর্ব অনিয়ম” সংক্রান্ত বিষয় সমুহ অনুসন্ধানপূর্বক কমিশনের নিকট নিয়মিত প্রতিবেদন প্রেরণ করছেন।

প্রজ্ঞাপন জারীর সাথে সাথে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রাপ্ত বিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তর হতে অবমুক্ত হয়ে তাঁদের চাকরি আইন ও বিচার বিভাগ থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে ন্যাস্ত করা হয়েছে। বিজ্ঞ বিচারকগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত ন্যুনপক্ষে ৪৭ দিন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।

আরও খবর
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

৪ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে





ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

৩৬ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে



কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

৫১ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে