বাঁকখালী নদীর প্রকৃতিকে ঘিরে কক্সবাজারের নতুন পর্যটন সম্ভবনা তৈরি হয়েছে। এ নদীর উপর দিয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল-চৌফলদন্ডি-ঈদগাঁও সংযোগ সেতু নির্মাণ হওয়া এ সুযোগ আরো সহজ হয়েছে।
গতকাল দুপুরে সেতুটি খুলে দেওয়ায় দর্শনার্থীর ভিড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহর ও শহরতলীর বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছে এখানে। উপভোগ করছে নদীপাড়ের অপরূপ সৌন্দর্য। নানা শ্রেণিপেশার মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পায়ে হেঁটে সেতু দেখতে আসতে দেখা গেছে।
দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ নানা যানবাহনে চড়ে সেতুর শৈল্পিক রূপ দেখতে ছুটে আসছেন এবং সেতুকে ফ্রেমবন্দি করে সেলফি তুলছেন। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুটি উদ্বোধনের দেড় মাস পর সেতুটি খুলে দেয়া হলো।
এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মামুন খান জানিয়েছেন, ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্প দুইশো ৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের সাড়ে ৪ হাজার পরিবারসহ খুরুশকুলবাসীর চলাচলের সুবিধার্থে এ সেতুন নির্মিত হয়েছে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্পের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি সেতুটি পুরোপুরি চালু হলে পর্যটন শিল্পের আমুল পরিবর্তন হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
৪ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
২১ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩০ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৩২ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৬ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৬ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৫১ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৪ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে