চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণ করা খুব প্রয়োজন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে কামাল উদ্দিন তালুকদার, আনোয়ারুল ইসলাম, হেলাল মিয়া, সাজেদা আফরিনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
১৬ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
১১৩ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
১৩০ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪১ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪৭ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪৭ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫৬ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৬৯ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে