কক্সবাজারের চকরিয়ায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম (৪২) কে আটক করেছে হারবাং পুলিশ ফাঁড়ি। সে উত্তর হারবাং কলাতলীর মৃত আবদুল মালেকের ছেলে।
চকরিয়া থানা পুলিশ জানায়, সোমবার গভীররাতে উপজেলার আজিজ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী।
হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদ জানান, আটক আবুল কালাম একটি চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ২০১৩ সালে চকরিয়া থানায় তার বিরুদ্ধে চুরির অভিযোগে একটি মামলা করা হয়। পরে নিম্ন আদালত তাকে দেড় বছরেত সাজা দেয়। সাজার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে তাকে আটক করা হয়। তার মামলা নম্বর ছিল জি আর ২৪৪/১৩।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩৭ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৮১ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
১৪৮ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৭২ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
১৮০ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৮০ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১৮৯ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে