চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা

তারা ভোট ডাকাতি করে, আমরার ভোট নিয়ে তারা বিজয় উল্লাস করে - মেয়র মুহিবুর রহমান

তারা ভোট ডাকাতি করে, আমরার

ভোট নিয়ে তারা বিজয় উল্লাস করে 

---------- মেয়র মুহিবুর রহমান 


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


দিনে দুপুরে ডাকাতি,  সত্যিকার অর্থে যারা ডাকাতি করে, সমাজে চুরি চামারি করে এরা যদি উল্লাস করে তারারে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই।  


সমাজে নীতি নির্ধারক যারা সমাজরে যারা পরিচালনা করেন  শিক্ষক, অফিসার ও আমাদের নেত্রীও বললেন, নির্বাচনে কোনো এন্টার ফেয়ার হবেনা কিন্তু আমাদের ভোট ও আমাদের বিজয় তারা কেড়ে নিল। যারা আমাদের রক্ষক তারাই আমরার বক্ষক। তারাই চুর এবং তারাই ডাকাত। আমরা কোনো দিন চুরি আর ডাকাতি করতে পারতাম নায়। 


নির্বাচনে প্রতিটি সেন্টারে খুন খারাপি হতো। রক্তক্ষয়ী সংঘর্ষের দরকার নেই সে জন্য আমি নির্বাচন থেকে বাহির হয়ে আসলাম। তাদের আসল যে, স্বরুপ এটা উম্মোচন হয়েগেছে। তারা ভোট ডাকাতি করে আমরার  ভোট নিয়ে  বিজয় উল্লাস করে! বিজয় উল্লাস করে যুদ্ধে জিতলে। আমি ইনশা'আল্লাহ আমৃত্যু পর্যন্ত  আর কোনো দিন বিশ্বনাথ ও ওসমানীনগর ছাড়িয়া লন্ডনে অবস্হান করতাম নায়। আর কিছু করতে পারি আর না ই পারি বিপদে আপদে আপনারার সামনে খাড়া অইতাম পারমু। আমরার ভবিয্যত চলার জন্য একটি কর্মপন্তা অবলম্বন করার দরকার। আমরা নত  স্বিকার করতাম নায়, অন্যায় করলে, ডাকাতি করলে তারা করছে আমরা করছিনা। এর জন্য আমরার একটা একতা দরকার। জনগণ যদি এক হয়ে যায় তাহলে কোনো মহাশক্তিয়ে কিছুু করতে পারতনায়। অউ যে আমরার ভোট ডাকাতি করলো এগুলো আমরা আরো কিছু আগে যদি  জানতাম পারতাম তাহলে আমরা রাস্তায় নেমেগেলে কিছুই করতে পারতনা। উপস্হিত সময় নামলে খুন খারাপি সম্ভাবনা ছিলো। ইনশা'আল্লাহ আগামীতে আমরা যদি এক থাকি

তাহলে আমরা যে কোনো পরিস্হিতি মোকাবেলা করতে পারবো। 


কথা গুলো বলেছেন সিলেট - ২ বিশ্বনাথ ও ওসমানীনগর সংসদীয় আসনের দ্বাদশ নির্বাচনে  সতন্ত্র  সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুহিবুর রহমান ১৫ জানুয়ারি সোমবার বিকেলে নির্বাচন পরবর্তী বিশ্বনাথ মেয়র বাসভবনে আয়োজিত এক কর্মী সমাবেশে উপরোক্ত কথা গুলো ব্যক্ত করেন।


 কর্মী সমাবেশটি  বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব আজির মিয়ার সভাপতিত্বে এতে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। কর্মী সমাবেশে বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকা  থেকে কয়েকশত কর্মী উপস্হিত ছিলেন এবং তাদের জন্য দুপুরের খাবারও পরিবেশন হয়েছে।

এতে  মেয়র মুহিবুর রহমান আরোও বলেন, আমরার সামনে আরো নির্বাচন আসতেছে  উপজেলা পরিষদের নির্বাচন। আর আমরা যদি সকল এক থাকি তাহলে যে কোনো দিকে আমরা সফল হতে বাধ্য। ইনশা'আল্লাহ জনগণ আমরার সাথে আছে।

Tag
আরও খবর