মাহবুব আলম
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরে ভেদরগঞ্জে বিকাশ নাম্বারে কল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে এক প্রতারককে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এ সময় প্রতারকের কাছ থেকে ভুক্তভোগী অভিযোগকারীর হাতিয়ে নেয়া অর্থ উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, শনিবার (৭ অক্টোবর) সকালে ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের এক মহিলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেন তার মেয়ে তাকে ৩ হাজার টাকা পাঠিয়েছে। এর পরে একটি নাম্বার থেকে বিকাশ অফিসের কথা বলে তিনি পিন নাম্বার চায়। পিন নাম্বার দেয়ার পরে তার বিকাশে থাকা টাকা চলে যায়।
এর পরে ঐ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে থানা পুলিশ ও আনছার সদস্য মোঃ আবুল কালাম ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালিয়ে মোঃ শাহাজালাল (৪০) কে আটক করে। সে একই উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের খাসগাজীপুর গ্রামের মোঃ সিরাজ বেপারীর ছেলে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা প্রতিদিনই অভিযোগ পাচ্ছি যে বিকাশ প্রতারকদের কারণে সহজ সরল অসহায় মানুষ তাদের অর্থ খোয়াচ্ছে। আজ অভিযোগ পাওয়ার সাথে সাথে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালিয়ে শাহাজালালকে আটক করতে সক্ষম হই। এবং অভিযোগ কারির টাকা উদ্ধার করি। এবং তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের জেল দিয়েছি।
তবে শাহাজালাল বলেন ফরিদপুরের একটি প্রতারক চক্রের হয়ে কাজ করে সে।
৩৭৩ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৩৮৩ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
৪১৯ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
৪১৯ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
৪২৮ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৪০ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৫৩০ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৭৩ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে