প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আহমেদপুরে জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগ।পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা।
এ সময় বক্তারা রাজশাহীতে বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় নেতাকর্মীরা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রীর ওপর যেকোনো হামলার প্রতিবাদ করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবসময় রাজপথে আছে। প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য আবু সাঈদ চাঁদের কঠোর শাস্তির দাবি করেন তারা।
জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আসাদ- উজ জামানের উপস্থিতিতে জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহব্বায়ক মাহবুবুর রহমান মারুফের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক সজীব আহমেদ সতেজ,জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইউপি সদস্য আব্দুল জলিল প্রমুখ।
৬৬১ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
৬৭৫ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৭৬ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
৬৮৪ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬৯১ দিন ১৯ ঘন্টা ৪ মিনিট আগে
৭০২ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭০৭ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
৭১১ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে