নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোরের অভয়নগরে ১৭ জন আসামীকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ

যশোর জেলার পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম  এবং অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেল, যশোর এর সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ, এ কে এম শামীম হাসান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ গোলাম হোসেন, এএসআই(নিঃ) মোঃ সিলন আলী, কনস্টেবল/১৭২৩ মোঃ মহিউদ্দিন আলমগীর, অভয়নগর থানা এবং এসআই(নিঃ) মোঃ আনিছুর রহমান, এএসআই(নিঃ) মোঃ মিরাজুল ইসলাম, কনস্টেবল/১০৪৪ মোঃ মুজিবর রহমান, কনস্টেবল/৮৯৭ আনোয়ার হোসেন, কনস্টেবল/১৭৯০ আল মামুন, গাজীপুর পুলিশ ক্যাম্প, অভয়নগর থানা, যশোরসহ যৌথ অভিযান পরিচালনা করিয়া অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার বুইকারা হিজবুল্লাহ আলিয়া দাখিল মাদ্রাসার পাশে গেটে সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ০১। মোঃ তাজু মোল্যা (২৪) পিতা- মৃত আব্দুর রশিদ মোল্যা, সাং- নওয়াপাড়া (তরফদার পাড়া)  থানা- অভয়নগর, জেলা- যশোর এবং অভয়নগর থানাধীন সাভারপাড়া গ্রামস্থ ধৃত মোঃ ইমান হোসেন (২৫), পিতা- মোঃ নুরু আকন, সাং- সাভারপাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোর এর বসত বাড়ীর উঠান হইতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী  ০২। মোঃ ইমাম হোসেন (২৫), পিতা-মোঃ নুরু আকন , গ্রাম- সাভার পাড়া, ০৩। মোঃ হাসান শেখ(২৪), পিতা-মজিবর শেখ আজিবর শেখ  গ্রাম- রাজঘাট (মোয়াল্লেম তলা) উভয় থানা- অভয়নগর, জেলা -যশোরদ্বয়কে গ্রেফতার করেন ।


এসআই (নিঃ) মোঃ রিয়াজ হোসেন সংগীয় ফোর্স সহ অভয়নগর থানাধীন সুন্দলী বাজার হইতে চোরাই ০১টি ছাগল সহ আসামী ০৪। সুজয় বৈরাগী (১৯), পিতা-রবিন বৈরাগী , ০৫। মহানন্দ রায়(২০), পিতা-জগদীশ রায় ০৬। জয় বিশ্বাস(১৯), পিতা-ভাষান বিশ্বাস ০৭। দ্বীপ রায় (১৮), পিতা-দেবানন্দ রায় ,সর্ব গ্রাম- বারান্দী (রাজবংশীপাড়া)  থানা- অভয়নগর, জেলা –যশোর গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক ০২টি ও চুরি সংক্রান্তে ০১টি মামলা রুজু হয়। ০৮। জিআর- ৯১/১৯  মোঃ সজিব মোল্যা, পিতা-বাবু মোল্যা,সাং-বুইকারা, ০৯। জিআর-৩০৫/২১ মোঃ মাসুদ মোল্যা, পিতা- নুর ইসলাম, সাং-বুইকারা,  ১০। জিআর-১২৩৩/১৫  মোঃ  রবিউল ইসলাম, পিতা- রুহুল আমিন, সাং-বুইকারা,  ১১। জিআর-৩২/১৯  মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৭)  পিতা- মৃত শাহজাহান, সাং-চলিশিয়া,   ১২। জিআর-১০৮/১৭  চন্দ্র শেখর মল্লিক (৩৮)  পিতা- মৃত কৃষ্ণপদ মল্লিক, সাং- দত্তগাতি, ১৩। এসসি-৮২৬/১৪ আঃ মালেক বিশ্বাস, পিতা-মৃত ইব্রাহিম বিশ্বাস, সাং-দিঘলীয়া,  ১৪।জিআর-৬৬/১২ মোঃ আলমগীর হোসেন, পিতা-মৃত আলী খা, সাং-মহাকাল,  ১৫। নাঃ শিঃ  জিআর-১৫৬/২০ মোঃ হেকমত শেখ, পিতা-খোকা শেখ, সাং-গোপিনাথপুর,  ১৬। নাঃ শিঃ জিআর-১৫২/২২ মোঃ সাইফুল ইসলাম, পিতা-করিম শেখ, সাং-বিভাগদি, ১৭।জিআর-৫৬/১৫ মোঃ নাজিম শেখ, পিতা- মজিদ শেখ,সাং-সিংগাড়ী,  সর্ব থানা-অভয়নগর, জেলা-যশোর সর্ব  মোট ১৭ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ০৯/০৪/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর