পৃথিবীতে আপন বলতে কেউ নেই,
সব-ই কর্তব্য আর স্বা'র্থে'র মেল বন্ধন।
একটা সময় এমন আসে যখন পাশে রয় না-
মা-বাবা, ভাই-বোন কিংবা আত্নীয়-স্বজন।।
জীবন যখন ক'ঠি'ন বাস্তবতার মুখোমুখি এনে-
দাঁড় করিয়ে দেয়।
তখন বাবা-মাও অনেক ক্ষেত্রেই মাথার উপর থেকে- ছায়ার হাত উঠিয়ে নেয়।।
পরিবারের কাছেও একটা সময় এসে
বো'ঝা হয়ে যেতে হয়।
যখন শিক্ষিত হয়ে বে'কা'র ত'ক'মা নিয়ে
সার্টিফিকেটের বো'ঝা বয়ে বেড়াতে হয়।।
জীবনের একটা সময় পর্যন্ত
পরিবার নামক আপনজনেরা পাশে থাকলেও
যখন আপনি কর্তব্য করতে ব্য'র্থ হবেন
মাসের পর মাস, বছরের পর বছর।
তখনই মুখোমুখি হবেন, ক'ঠি'ন থেকে ক'ঠি'নতম সময়ের
যখন কেউ থাকবে না পাশে
নিজেকেই চেষ্টা করতে হবে নিজের
আস্থা, ভরসা হয়ে ঘুরে দাঁড়ানোর।।
জীবন হচ্ছে একটা সং'গ্রা'মের মঞ্চ
শে'ষ নিঃ'স্বাস পর্যন্ত যু'দ্ধ অ'নি'বা'র্য।
আপনজন ততক্ষণ উপলব্ধ
যতক্ষণ আপনার কর্তব্য অ'প'রি'হা'র্য।।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।
৭ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২২ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৭ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৯ দিন ৪৬ মিনিট আগে
৬০ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
৬২ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে