আপনি নিজের বয়স আর যৌবনকে শত চেষ্টা করেও ধরে রাখতে পারবেন না।তবে মনের মানুষ চাইলেই ধরে রাখতে পারবেন।যৌবনে প্রেম আর আদর দিয়ে আর বয়স কালে যত্ন আর ভরসা দিয়ে।
যৌবনে মনের মানুষকে অবহেলা করে গেলে,বৃদ্ধ বয়সে গিয়ে সেবিকা জুটে,প্রেমিক-প্রেমিকা জুটে না।যৌবনের চাহিদা আর বৃদ্ধ বয়সের চাহিদার মাঝে আকাশপাতাল তফাত।যৌবনে মানুষ প্রেম চায়,ভালোবাসা চায়,স্পর্শ চায়।আর বৃদ্ধ বয়সে চায় ভরসা করার মতো এক জোড়া হাত আর যত্ন।
যৌবন চলে যায়,সেই সাথে বয়সও...
তবে এই যৌবনের মানুষটিই হতে পারে আপনার মনের মানুষ।যে বৃদ্ধ বয়সে গিয়েও আপনার হাত দুটো খুব শক্ত করে ধরে থাকবে।
তাই সময় থাকতে প্রিয় মানুষটার প্রতি যত্নবান হোন।যৌবন থাকতে তাকে প্রেম,ভালোবাসা,আদর থেকে কখনো বঞ্চিত করবেন না।
মনে রাখবেনঃ
সময় আর বয়স ফুরিয়ে গেলে মানুষের সব চাহিদাই একদম ফিকে হয়ে যায়!আর তখন আফসোস করা ছাড়া আর কিছু করার থাকে না।
২ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
২৬ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
২৭ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬২ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৪ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে