পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ববিতে ঈদের ছুটি শেষে হল চালু হলেও চালু হয়নি হলের ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরা


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হলগুলো চালু হলেও এখনো চালু হয়নি ছাত্রদের আবাসিক হল দুটির ক্যান্টিন। ববিতে ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে ১০ এপ্রিল। শিক্ষার্থীরা আবাসিক হলে ফিরেছেন, তবে ছুটি শেষ হওয়ার ৬ দিন পেরিয়ে গেলেও চালু হয়নি শেরেবাংলা ও বিজয় ২৪ হল দুটির কোনোটির ক্যান্টিন। হল দুটিতে প্রায় ১১০০ শিক্ষার্থী অবস্থান করেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই বিশাল সংখ্যক আবাসিক শিক্ষার্থীরা। প্রতিদিন বাইরে থেকে খাবার সংগ্রহ করতে গিয়ে সময় ও অর্থ—দুই দিক থেকেই সমস্যায় পড়তে হচ্ছে তাদের।


শিক্ষার্থীরা জানান, ডাইনিং বন্ধ থাকায় নিয়মিত খাবার পাওয়া যাচ্ছে না। হোটেল ও রেস্তোরাঁর খাবার একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে তেমন স্বাস্থ্যকরও নয়। ফলে অনেকেই অসুস্থ হওয়ার আশঙ্কায় রয়েছেন।


শেরে বাংলা হলের আবাসিক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী হামিম নিশান শিকদার বলেন, “রমজান উপলক্ষে দেওয়া ছুটি শেষ হলেও হলের ডাইনিং এখনো চালু হয়নি। তার উপর হল কর্তৃপক্ষের কড়া নির্দেশ—নিজ উদ্যোগে হলে কোনো রান্না করা যাবে না। এমতাবস্থায় আমরা হলের আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি। না পারছি নিজে রান্না করে খেতে, না আছে হলের ডাইনিংয়ের খাবার। বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে—এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি অতিরিক্ত অর্থ ও সময়ও ব্যয় হচ্ছে।”


বিজয় ২৪ হলের আবাসিক ও মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, সাধারণত আর্থিকভাবে দুর্বল ও পড়াশোনায় ভালো করতে বিভিন্ন বাড়তি সুযোগ সুবিধার জন্য শিক্ষার্থীরা হলে অবস্থান করেন। কিন্তু প্রায় সময় হলের ক্যান্টিন বন্ধ থাকে এবং ঈদের পর এখনো চালু হয়নি। এতে করে হলে থেকে সুবিধার জায়গায় বরং ভোগান্তি আরো বৃদ্ধি পায়,খাবার খেতে তিনবেলায় দূরের হোটেল গুলোয় যাওয়া লাগে, এমনকি বাড়তি চাপ তৈরি হওয়ায় সেগুলোতে সবসময় খাবার পাওয়াও যায় না। সময়ের পাশাপাশি বাড়তি অর্থ খরচের বিষয়তো রয়েছেই। দ্রুত ক্যান্টিন সমস্যার সমাধানে হল প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।


শেরেবাংলা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড.আবদুল আলীম বছির বলেন, ক্যাম্পাস খোলার মাঝখানে পহেলা বৈশাখ ছিল। শিক্ষার্থীরা সবাই ফিরেছে কি না—এই ব্যাপারে ক্যান্টিন ম্যানেজার নিশ্চিত ছিলেন না, এজন্য ক্যান্টিন খোলা হয়নি। আমাদের ক্যান্টিনের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, আশা করি আগামীকাল থেকে ক্যান্টিন চালু হবে।


বিজয় ২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো.মেহেদী হাসান বলেন, রোজার মধ্যেই ক্যান্টিন ম্যানেজার ক্যান্টিন চালাবেন না বলে জানিয়েছিলেন। আমরা উভয় পক্ষের কাছ থেকে আবেদন পেয়েছি। তাদের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেব।


Tag
আরও খবর