শেরপুরের ঝিনাইগাতীতে গত ৪ অক্টোবর শুক্রবার ২০২৪ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর শনিবার এ জরুরি কার্যক্রমে মোট ২৫১টি পরিবারকে ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর, গৌরীপুর, নলকুড়া, ধানশাইল, কাংশাসহ মোট ৫টি ইউনিয়নের ঝিনাইগাতী, রামেরকুড়া, তামাগাঁও, সন্ধ্যাকুড়া, শালচূড়া, ডেফলাই, ফুলহারী, রারোমারী, গজারীকুড়া, ভালুকা, দুধনই, ভাটপাড়া, পানবর, ধানশাইল, চাপাজোড়া ও ভারুয়া গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল– ৩ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ২ লিটার মিনারেল পানি, ৪টি ওরস্যালাইন, ১টি গ্যাস লাইটার ও ২টি মোমবাতি। এছাড়াও ১৬টি পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল ও ৫০০ মিলি সয়াবিন তৈল বিতরণ করা হয়। বিতরণের কার্যক্রমে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশব পনেন পল কুবি সিএসসি, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব ম্রং, সীডস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মি. দুলেন আরেং, সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গণিসহ কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উপজেলা পর্যায়ের কর্মী ও কর্মকর্তাগণ, স্থানীয় পাল পুরোহিতগণ ও এলাকার গণ্যমান্যগণ।
১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে