শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহ আলম (স্বপনের) বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে ক্লিনিকের সামনে শফিকুলের নেতৃত্বে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ শাহ আলম স্বপনের স্বেচ্ছাচারিতা, ঔষধ বিতরণের অতিরিক্ত টাকা গ্রহণ, সেবা গ্রহীতাদের সাথে অসদা চরণ ও দায়িত্ব অবহেলাসহ অন্যান্য অনিয়মের অভিযোগ এনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে শাহ আলম স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমাকে দুইদিন আগে পরিকল্পিত ভাবে ক্লিনিকে প্রবেশ করে মারপিটসহ লাঞ্ছিত করেছে। আমি ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে অবহিত করেছি। পূর্ব শত্রুতার জের ধরে আমাকে একটি চক্র ওঁতপেতে থাকে সুযোগ বুঝে আমাকে হেনস্তা করার চেষ্টা করে থাকেন। আমি বর্তমানে তাদের ভয়ে ক্লিনিকে যেতে সাহস পাচ্ছি না এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। তাছাড়া পাইকুড়া ক্লিনিকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমি এর বিচার চেয়ে আমার কর্তৃপক্ষের বরাবর ওদের নামসহ অভিযোগ দায়ের করেছি।” এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা বলেন, “সিএইচসিপি শাহ আলম স্বপন একটি অভিযোগ দিয়েছে তা আমি সিভিল সার্জন মহোদয়ের নিকট পাঠিয়েছি।” এলাকাবাসী এর সুষ্ঠু সমাধানের জন্যে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে