শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আলহাজ্ব সামছ উদ্দিনের স্ত্রীর জমি বেদখলের পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে বিআরএস ১১২ খতিয়ান ২৭৯/২৮০ নং দাগে নলকুড়া মৌজায় ১৮ শতাংশ সাবরেজিস্ট্রি দলিল নং ৬৯৭ এবং একই তারিখে ১৩২ নং খতিয়ানে ৮৮৪ নং দাগে গজারিকুড়া মৌজায় ২২ শতাংশ ভূমি দলিল নং ৩৯৮ ঝিনাইগাতী সাবরেজিস্ট্রি দলিল মূলে তার স্ত্রী রাহিমা খাতুন তার ভাই ও মৃত বদিউজ্জামানের ছেলে মাহফুজুর রহমানের নিকট থেকে ক্রয় করেন। জমি ক্রয় করে বিগত ৮ বছর ভোগ দখল করে আসছে রাহিমা খাতুন। মাহফুজুর রহমানসহ তিন ভাই মিলে জমিতে খুঁটি পুঁতে জমি বেদখলের পাঁয়তারা করে আসছে। রাহিমা জানায়, পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে আমার এক ভাইয়ের নিকট থেকে সাবরেজিস্ট্রি দলিল করে ভোগ দখল করে আসছি। হঠাৎ তারা এসে আমার জমির মধ্যে খুঁটি পুঁতে বেদখল করার চেষ্টা করে। বীর মুক্তিযোদ্ধা সামছ উদ্দিন জানায়, আমার রোপণকৃত হলুদ গাছে বিষ প্রয়োগ করে জমিতে খুঁটি পুঁতেছে তাদের উদ্দেশ্য ভালো না। মাহফুজুর রহমান ফোনে জানায়, আমি জমি বিক্রি করেছি জমি বেদখল করার কোন চিন্তা করি নাই ওদের জমি ওরা পাবে। এলাকাবাসী জানায়, তারা জমি ক্রয় করে খারিজ ও ভূমি উন্নয়ন কর দিয়ে ভোগদখলে আছে জমিতে খুঁটি কেন পুঁতেছে তা জানি না বলে সুষ্ঠু সমাধানের জন্য জোর দাবি জানিয়েছেন অনেকেই।
১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে