“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদে অবস্থিত পুকুর ও বিভিন্ন জলাশয়ে দেশীয় বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা মৎস্য অফিসার মো. রজব আলী, মৎস্য চাষী মো. নাছির উদ্দিন ও কেরামত আলীসহ অন্যান্যরা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, দেশী মাছ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। উদ্বোধনী সভায় নাছির উদ্দিন, শাহিন ও আব্বাসসহ ৩ সফল মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
৭ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে