“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসার মো. রজব আলীর সভাপতিত্বে ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, উপজেলা তথ্য প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ হাবিবুল্লাহ, মৎস্য চাষী আব্দুল আওয়ালসহ স্থানীয় সাংবাদিক ও মৎস্য চাষীগণ।
মতবিনিময় সভায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৩০ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ।
৭ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে