শেরপুর জেলার সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই ২০২৪ বুধবার শেরপুর সদর উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যা সাবিহা জামান শাপলা, মহিলা বিষয়ক অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক লুৎফুল কবির, উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান, বলায়ের চর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম মনি, লছমনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, টিডব্লিউএ, শেরপুর সদর উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান সনেন্দ্র সিমসাং, ইএসডিও’র জেলা ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী, সীডস কর্মসূচির পিও (ইআই) মো. ওসমান গণি, ফাইন্যান্স অফিসার, শ্যামল কৃঞ্চ চন্দ্র, কারিতাস শেরপুর সদর উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, মাঠ সহায়ক সুবল ম্রং, রনু নকরেক, সুলভ দফো ও তিলোত্তমা রিছিল। অবহিতকরণ সভায় জানানো হয় কারিতাসের মর্যাদাপুর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প আগামী ৫ বছরের জন্য (২০২৪-২০২৮) স্ট্রমী ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম যেমন: পরিবার পর্যায়ে পরিবার উন্নয়ন পরিকল্পনা, আত্মনির্ভরশীল দল গঠন, সামাজিক সংগঠন গঠন, কৃষি ও প্রাণিসম্পদ কাজে সহায়তা, ইউনিয়ন পরিষদে যোগাযোগ, বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানে সহায়তা, প্রান্তিক পর্যায়ে আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা দানের মাধ্যমে স্কুলমুখী কার্যক্রম, সরকারী প্রা: বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম, কিশোর-কিশোরীদের জীবন গঠনের জন্যে সংলাপ সেন্টারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তথা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৪০ জন লোক উপস্থিত ছিলেন।
৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে