১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। রাত পোহালেই আমাদের বিজয়ের ঐতিহাসিক দিক। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে বাহারি আলোক সজ্জায় সাজানো হয়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী কলেজ নরসিংদী সরকারি কলেজকে।
সারেজমিনে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, ঐতিহাসিক বিজয় দিবস কে বরণ করতে লাল সবুজের আলোকসজ্জায় পুরো কলেজ ক্যাম্পাস আলোকিত।
কলেজের প্রধান ফটক থেকে শুরু করে প্রতিটি ভবন লাল সবুজের আলোয় আলোকিত। প্রধান ফটক ও ফটকের পাশেই অবস্থিত মূল ভবন কে লাল সবুজের আলোতে মনে হচ্ছিল বাংলাদেশের পতাকা। মুল ভবনের মাঠে অবস্থিত কৃত্রিম ফোয়ারা লাল সবুজে আলোতে জ্বলজ্বল করছে।
মুল ভবন মাঠে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধুর মোড়ালকে লাল সবুজের আলোতে ফুটিয়ে তুলা হয়েছে। কলেজের বিজ্ঞান ভবন, অনার্স ভবন সহ কলেজের দুটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস সহ পুরো কলেজ যেন আজ আমাদের স্বাধীনতার,আমদের বিজয়ের লাল সবুজের আলোয় যেন স্বাধীনতার দীপ্ত শিখার মত ফুটে উঠেছে।
নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ স্যার বলেন, 'নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের,লাখো শহীদের ত্যাগের বিনময়ে অর্জিত আমাদের এই বিজয়। মহান বিজয় দিবসে শহীদের শ্রদ্ধা জানাতে ও বিজয় দিবস উদযাপন করতে নানান কর্মসূচি নিয়েছে নরসিংদী সরকারি কলেজ। এর ই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা থেকে লালা সবুজের সাজানো হয়েছে'।
লাল সবুজের আলোয় নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাস যেন আমাদের লালা সবুজের এক পতাকা। ছাত্র - ছাত্রী সহ জনসাধারণ অনেকেই বিজয়ের আলোয় আলোকিত কলেজ ক্যাম্পাস দেখতে কলেজে আসতেছেন।
১ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
২৪ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৭ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
২৭ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২৯ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
২৯ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
১০৩ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে