জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে যে প্রশ্ন প্রধান বিচারপতির লালপুরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে বিদেশী ফল আঙুর এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা আদমদীঘিতে মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান ইবির শহীদ আনাস হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন আশাশুনিতে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, নিরব এলজিইডি অফিস বিএনপিতে আওয়ামী সন্ত্রাসীদের যোগদানের প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ কারাগারে আ’লীগ-যুবলীগের তিন নেতার জামিন নামঞ্জুর । নোয়াখালী জেলা আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক ঢাকা থেকে এসেই কার্ভাডভ্যানের ধাক্কায় নিহত পীরগাছার বাকি মিয়া কালিগঞ্জের বেনাদনায় শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন সুন্দরবনে পুশইন করা ৭৮ জন গুজরাটের মুসলিম গোয়ালন্দ উপজেলায় বাল্যবিবাহ বন্ধে কঠোর অবস্থানে ইউএনও নাহিদুর রহমান বাজেট না বাড়লে যমুনা অভিমুখে লং মার্চ: জবি শিক্ষক শিক্ষার্থীদের হুঁশিয়ারি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে প্রধান মন্ত্রি মোদি শান্তিপূর্ণ আন্দোলন থেকে দক্ষিণবঙ্গ অচল: ববির শিক্ষার্থীদের আল্টিমেটাম

চায়ের কেটলিতে মোস্তাকিনের বেঁচে থাকার লড়াই


রুটি-রুজি করতে চায়ের দোকানই মোস্তাকিনের একমাত্র ভরসা।পরিবরের সামান্য আয়ের ঠিকানা। প্রতিদিন এই চা দোকান থেকে যে কয় টাকা আয় হয় তা দিয়েই চলে মোস্তাকিনের ৫ জনের অভাবের  সংসার।


মো.মোস্তাকিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।তিন ভাইয়ের মধ্যে সে মেঝো।বড় ভাই রাসেল ঢাকায় ডিসের ব্যবসা করে।ছোট ভাই নবী হোসেন মাদ্রাসায় পড়াশোনা করে।স্থানীয় বীর কামটখালী দক্ষিণ বাজার চৌরাস্তায় তার চায়ের দোকান।


মোস্তাকিনের স্বপ্ন ছিল লেখাপড়া করে ভালো চাকুরী করবে।মিটাবে সংসারের অভাব।হাঁসি ফুটবে পরিবারের সবার মুখে।সেই লক্ষ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। কিন্তু চতুর্থ শ্রেণীতে উঠার পর থেমে যায় তার লেখাপড়া। অভাবের তাড়নায় আর পড়া হয়নি।অভাবের সংসারে হাল ধরতে বাবার কাজে সহযোগী হিসাবে চায়ের দোকানে তিন বছর আগে কাজ শুরু করে সে।


এখন প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত বাজারে দোকানে চা বিক্রি করেন মো. মোস্তাকিন(১৩)।৩ বছর ধরে চা বিক্রি করছে সে।এই ছোট্র ব্যবসা থেকে উপার্জিত আয়েই অতি কষ্টে চলে বাবা,মা ও তিন ভাই নিয়ে ৫ জনের অভাবের  সংসার। আর এই চায়ের কাপেই  মোস্তাকিন বেঁচে থাকার স্বপ্ন দেখে।চায়ের কাপে বেঁচে থাকার লড়াই করছে।


সরেজমিন (১ মে সোমবার) দুপরে বীর কামটখালী দক্ষিণ বাজরে গিয়ে দেখা যায় মোস্তাকিনের চায়ের দোকানে প্রচুর ভীড়। কেটলি থেকে কাপে চা ঢালছেন।  চা তৈরিতে ব্যস্ত মোস্তাকিন।চায়ের কাপে চামিচের ঝনঝন শব্দে মুখরিত চায়ের দোকান।হাঁসিমুখে সবাইকে চা দিয়ে যাচ্ছেন একের পর এক। কেউ চা পান করছেন, কেউ আবার চায়ের জন্য অপেক্ষা করছেন।বেঁচে থাকার তাগিদে প্রতিদিন এভাবেই সংগ্রাম করে যাচ্ছে মোস্তাকিন।


চা বিক্রেতা মোস্তাকিন জানায়,আমাদের অভাবের সংসার। খেয়ে না খেয়ে দিন যায়।তাই সংসারের হাল ধরতে বাবাকে সাহায্য করতেই আমি খুব অল্প বয়স থেকে চা বিক্রির কাজ করছি। চায়ের দোকান থেকে যা আয় হয় তাই দিয়েই আমাদের সংসার চলে।


মোস্তাকিন আরো জানায়,প্রতিদিন আমি এবং আমার বাবা দুজনে মিলে চায়ের দোকান চালাই।চা বিক্রি করে দিন শেষে তার ৪০০ থেকে ৫০০ টাকা লাভ থাকে। তা দিয়েই তারা নিজের অভাবের সাথে যুদ্ধ করেন। বর্তমানে বাজারে নিত্যপণ্যের দাম দিন দিন বৃদ্ধি পেলেও বাড়েনি তার চায়ের দাম। তাই দিন শেষে ৪০০-৫০০ টাকায় তার কিছুই হয় না। যেন নুন আনতে পানতা ফুরায়।খরচ বাদে অল্প যা আয় থাকে তা দিয়েই অতিকষ্টে সংসার চলে।


এ বিষয়ে মোস্তাকিনের পিতা আব্দুস সাত্তার বলেন,আমি গরীব মানুষ। ৫ জনের অভাবের সংসার।সংসারের হাল ধরতে তিনবছর হয় চা বিক্রির ব্যবসা শুরু করেছি। আমার ছেলে মোস্তাকিন চা বিক্রিতে আমারে সাহায্য করে এখান থেকে যা সামান্য আয় হয় তা দিয়েই কোনমতে চলে আমার সংসার।


স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন বলেন, মোস্তাকিনের পরিবার খুব গরীব। ৫ জনের অভাবের সংসার চলে এই চা বিক্রির আয় দিয়েই।বাবা-ছেলে দুইজনে মিলে চা বিক্রি করেন। আর সকাল -বিকাল বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন চা ও পান খেতে।

Tag
আরও খবর

ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

৭ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

১২ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে




অপহরণ মামলার দুই ঘন্টা পর আসামী গ্রেফতার

১৭ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে